অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 7) ভর্তি তথ্য
অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 7) ভর্তি তথ্য
Ø ২.৩ ভর্তি তথ্য
অনলাই সংগীত শিক্ষার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান
ভর্তির জন্য প্রতিবছর বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে । এ সকল বিজ্ঞপ্তিতে তাদের কোর্সের
নাম টিউশন ফি, বূত্তি, সুযোগ-সুবিধা, ক্যারিয়ার যাবতীয় তথ্য উল্লেখ থাকে । বোস্টন ইউনিভার্সিটি,
ম্যাহাটন মিউজিক স্কুল, হুসান ইউনিভার্সিটি, কেন্ট স্টেট ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটি,
ফুল সেইল ইউনিভারর্সিটি গুলো ভুর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে । তাদের কোর্সগুলো থেকে
শিক্ষার্থী তার পছন্দ মত কোর্স বাছাই করে ভর্তি হতে পারে। এরকম কিছু বিশ্ববিদ্যালয়
ও প্রতিষ্ঠানের ওয়েব সাইট উওল্লেখ করা হলো-
1.Husson
university
(www.husson.edu)
2. kent state
university
(www.musicedmasters.kent.edu)
3. The
university of southern miss
(www.online.lesm.edu)
4. Berklee
college of music online
(online.berklee.edu)
5. www.coursera.org
6. The open
university
(www.openuiversity.edu)
7. www.bachelorsdegreeonline.com
উক্ত বিশ্ববিদ্যালয়
ও প্রতিষ্ঠানের ওয়েব সাইট থেকে সে সকল প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যসহ ভর্তির তথ্যও পাওয়া
যাবে । ব্রেকলি কলেজ অব মিউজিক ( online.berklee.edu )- এর ভর্তি বিজ্ঞ্প্তির নমুনা
নিচে দেওয়া হলো-
২
উপরে উল্লেখিত ভর্তির
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অনলাইন সংগীত শিক্ষার উপর সংগীতের উন্নত ও সময়োপযোগী বিভিন্ন
কোর্স চালু রয়েছে । এই প্রতিষ্ঠানগুলো প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের মতই বিভিন্ন সুয়োগ-সুবিধা
দিয়ে থাকে ।
২.
online.berklee.edu/music-degrees



No comments