ads

অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 9) অনলাইন মন্তব্য



অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 9) অনলাইন মন্তব্য



Ø ২.৫ অনলাইন মন্তব্য
অনলাইনে কিছু প্রতিষ্ঠান বা ইউটিউব চ্যানেল বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত কিছু লেকচার বা ক্লাস পরিচালনা করে থাকে । ইউটিউবে দেখা যায়, ভিডিও লেকচারগুলোর নিচে একটি কমেন্ট বক্স ( Comment Box ) থাকে । যেখানে শিক্ষার্থী বা দর্শক তার মতামত ব্যক্ত করতে পারে ।



ছবিঃ  পন্ডিত অজয় চক্রবর্তীর অনলাইন ক্লাস থেকে সংগৃহিত ।
পন্ডিত অজয় চক্রবর্তী ভারতীয় উপমহাদেশের একজন সুবিখ্যাত সংগীত গুণী । তিনি প্রথম ওয়েব সাইটের মাধ্যমে একটি অনলাইন স্কুল চালু করেন এবং পরবর্তীতে ইউটিউবে তা উম্মুক্ত করেন । তার চ্যানেলটির নাম  Ajoy Chakraborty । তার এতটি ভিডিও লেকচারের শিরোনাম “Voice Traing online class”.

উক্ত ‍ভিডিওটিতে তিনি কন্ঠ প্রশিক্ষণের প্রাথমিক কিছু টেকনিক দেখিয়েছেন । ভিডিওটি ইংরেজী ভাষায় করা হলেও সম্পূর্ণ ভারতীয় সংগীত ধারাকে দেখিয়েছেন । ভিডিওটি প্রায় ১৫০০০০ লক্ষ মানুষ দেখেছেন । অনেকে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন । নিচে কয়েকটি প্রতিক্রিয়া ও মন্তব্য হবাহু তুলে ধরা হলো-




No comments

Powered by Blogger.