আপনার চ্যানেল বিপদের মুখে পড়বে
New Youtuber:
১। কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা (Experiment) নয়।
সতর্কতাঃ কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা (Experiment) করবেন না। ইউটিউবের পলিসি (Policy) কঠোরভাবে মেনে চলার চেষ্টা করুন। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ইউটিউবের নিয়মের বাইরে কিছু করলে আপনি আজ না হোক কাল নিশ্চিত ধরা পরবেন। আর আপনার চ্যানেল বিপদের মুখে পড়বে।
২। নিজের অ্যাডসে্ (Ads) ক্লিক নয়।
সতর্কতাঃ নিজের ভিডিও দেখা থেকে বিরত থাকুন। আর ভুলেও নিজের অ্যাডস্ এ ক্লিক করবেন না। ক্লিক করলে আপনার অ্যাডসেন্স একাউন্ট কমপক্ষে ৩০ দিনের সাসপেনশনে (Suspension) চলে যাবে। আর ৬ মাসে ২ বারের বেশি সাসপেনশনে গেলে আপনার একাউন্ট বন্ধ করে দিবে।
৩। বন্ধুর কম্পিউটার দিয়ে নিজের ভিডিও বারবার ভিউ নয়।
সতর্কতাঃ আপনি যদি অন্যের কম্পিউটার দিয়ে আপনার চ্যানেলের ভিডিও বারবার দেখেন এবং অ্যাডসে্ ক্লিক করেন তাহলেও বিপদে পড়বেন। Ads Bombing এর দায়ে আপনার চ্যানেলে Strike চলে আসবে।
৪। কপিরাইট কন্টেন্ট আপলোড নয়।
সতর্কতাঃ অন্যের ভিডিও আপলোড করবেন না। অন্যের ভিডিও ডাউনলোড করে এডিট করে আপলোড করে যদি মনে করেন পার পেয়ে যাবেন, তবে ভুল করবেন। কপিরাইট ভিডিও মানিটাইজ করা যায় না। সুতরাং, কোনো ফায়দা নেই।
৫। ভুয়া ভিডিও টাইটেল নয়।
সতর্কতাঃ আপনার দেওয়া Video Title অথবা Description অথবা Tag এর সাথে আপনার আপলোড করা ভিডিওটির কোনো মিল না থাকলে আপনার ভিডিওতে Strike চলে আসবে। ভিডিও আপলোডের সাথে সাথে হয়ত কিছু হবে না। কিন্ত, একদিন বিপদে পড়ার ভয় থেকেই যাবে।
৬। অশ্লীল ভিডিও আপলোড কে না বলুন।
সতর্কতাঃ ইউটিউব অ্যালগরিদম প্রতিনিয়ত আরও উন্নত করা হচ্ছে। তার ফলে পূর্বে পার পেয়ে যাওয়া অনেক বড় মাপের চ্যানেল সম্প্রতি বন্ধ হয়ে গেছে অশ্লীল শব্দ প্রয়োগ ও ছবি প্রদর্শণের ফলে।
৭। ক্রিয়েটিভ কমন (CC) ভিডিও থেকে দূরে থাকাই ভালো।
সতর্কতাঃ ক্রিয়েটিভ কমন (CC) ভিডিওগুলির ক্ষেত্রে দেখা যায় যে বেশির ভাগ ভিডিও আপলোডের পর ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসে। ফলে ভিডিওটা মানিটাইজেশন করা যায় না। আর অনেক বেশি কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলের Good Standing এর জন্য হুমকিস্বরুপ।
৮। ফেয়ার ইউজ (Fair Use) করার চেষ্টা না করাই ভালো
সতর্কতাঃ ফেয়ার ইউজ (Fair Use) পলিসি পড়ে আপনার মনে হতে পারে ভালোই তো; অন্যের কন্টেন্ট কিছুটা ব্যবহার করা যেতেই পারে। হয়ত আপনি ফেয়ার ইউজের পলিসি মেনেই ভিডিও বানালেন কিন্তু তারপরও স্ট্রাইক চলে আসলো – এমনটা হতেই পারে। কোর্টে গেলে হয়ত আপনি জিতে যেতে পারেন। কিন্তু ছোট একটা চ্যানেলের সামান্য একটা ভিডিও নিয়ে কে আর কোর্টের ঝামেলায় জড়িয়ে পড়তে চায়! তাই ফেয়ার ইউজ (Fair Use) এর চিন্তা না করাই ভালো।
৯। নিয়মিত মেইল (Mail) চেক করুন।
সতর্কতাঃ নিয়মিত মেইল চেক করা একটা ভালো অভ্যাস। ইউটিউব বিষয়ক বিভিন্ন টিপস্ এবং চ্যানেল সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশন ইউটিউব থেকে আপনার দেওয়া মেইল অ্যাড্রেসে সয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়।
১০। অস্থির হয়ে যাবেন না। ধৈর্য্য ধরে কাজ করে যান।
সতর্কতাঃ অনেকে ইউটিউব চ্যানেল খুলে মাসখানেকের মাঝেই ধৈর্য্য হারিয়ে ফেলেন। হয়ত বলে বসেন, “ধুর, এসব ছাই-পাশ দিয়ে কিছু হবে না। টাকা ইনকাম করা কি এতই সোজা!”। এমনটা হলে নিজেকে জিজ্ঞাসা করুন সর্বশেষ কোন কাজটা আপনি ধৈর্য্য ধরে শেষ করেছেন? আশা করি উত্তরটা নিজেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, অনলাইনে টাকা আয় করা খুবই সহজ; তবে একটু সাহস, কিছুটা ধৈর্য্য, আর পরিশ্রমের মানসিকতা প্রয়োজন।
New Youtuber:
1. No type of experiment. Caution: Do not experiment in any kind of experiment. Try to comply with YouTube's policy. Do not try to be over smart If you do something beyond the rules of YouTube, you'll be sure to get it today or not. And your channel will be in danger.
2. Not your own ads click. Caution: Refrain from watching your videos. And do not forget to click on your own ads. Clicking on your AdSense account will move at least 30 days suspension. If you suspend more than 2 times in 6 months, your account will be closed.
3. Your video does not have a repeat view with a friend's computer. Caution: If you see your channel's video repeatedly with other computers and click on Adds, then be in danger. Strike will come to your channel for ads bombing.
4. Copyright content is not uploaded. Caution: Do not upload another video. By downloading and editing the video of others and uploading it if you think you will get it, but make a mistake. Copyright video can not be manipulated. So, there is no benefit.
5. Not a fake video title. Warning: Strike will come to your video if the video title you have given or the description or tag you uploaded does not match the video. There may not be anything with the video upload. However, the fear of being in danger one day will be the same.
6. Do not tell anyone to upload pornographic videos. Warning: The YouTube algorithm is constantly being improved. As a result, many large-scale channels that were previously extinguished have been closed recently due to the use of obscene words and pictures.
7. Good to stay away from a Creative Commons (CC) video. Caution: In the Creative Commons (CC) videos, it is seen that the majority of video uploads come with a copyright strike on the video. As a result, the video can not be manipulated. And many more copyright strikes threaten your channel's good standing.
8. Do not try to use Fair Use: It is a good idea to read Fair Use Policy; The content of others can be used somewhat. Maybe you made a video in the Fair user policy, but still the strike came - this could be the case. Maybe you can win if you go to court. But with a small video of a small channel, who wants to get into trouble with the court! So it is better not to worry about fair use.
9. Check Regular Mail (Mail). Warning: Checking regular mail is a good practice. Various tips and channel related notifications on YouTube are automatically reached from the mail address you provide from YouTube.
10. Do not become restless. Be patient. Warning: Many people have lost patience in the middle of a month by opening a YouTube channel. Maybe they say, "Dhoot, there will be nothing on these ashes." It's so easy to earn money! " If so, ask yourself the last thing you end up with patience? Hopefully you will get the answer yourself. Yes, it is easy to earn money online; But there is a little courage, some patience and hard work mentality.



No comments