অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 8) কোর্স ও কারিকুলাম
অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 8) কোর্স ও কারিকুলাম
Ø ২.৪ কোর্স ও কারিকুলাম
·
কোর্স
অনলাইন সংগীত শিক্ষায় গতানুগতিক বিষয়ের পাশাপাশি
সময়োপযোগী বিভিন্ন বিষয়ের উপর কোর্স পরিচালিত হয় । পরিচালিত কোর্সগুলো একদিকে যেমন
সহজ উপায়ে পাওয়া যাচ্ছে, অন্যদিকে খুব কম খরচে একজন শিক্ষার্থী বিশ্বমানের ডিগ্রি অর্জন
করতে পারে । বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলো তাদের চিন্তা-চেতনা প্রশিক্ষক
অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কোর্স পরিচালনা করে । নিচে ব্রেকলি কলেজ অব মিউজিক অনলাইন
( online.berklee.edu ) – এর ডিগ্রি সার্টিফিকেটও কোর্স দেখানো হলো-
ü Music
production
ü Music Theory
Harmony and Ear Training
ü Music and
Keyboard
ü Bass
ü Brums
ü Music for film
Tv and Games
ü Guiter
ü Songwriting
ü Voice
ü Orchestration
ü Music History
and Liberal Arts
ü Improvisation
Bachelors degree online- এ তদের পরিচালিত
কোর্সগুলোতে দেখা যায় Bachelor’s, Master’s, Doctorate এবং স্কুল পর্যায়ের বিভিন্ন
কোর্স রয়েছে । তাদের কয়েকটি কোর্স নিচে উল্লেখ করা হলো-
§ Conducting
§ Curriculum and
instruction for k-12 Music
§ Aural skills
§ Sight reating
§ Musicianship
for Teaching
উক্ত কোর্সগুলো বর্তমান বিশ্বের খুব চাহিদা
সম্পন্ন বিষয়; বিশেষত পাশ্চাত্য সংগীত শিক্ষার ক্ষেত্রে । অন্যান্য অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান
গুলোতে আরো অনেক কোর্স / ডিগ্রি দেখা যায় ।
·
কারিকুলাম
কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো
একটি আন্তর্জতিক মান বজায় রাখার চেষ্ঠা করে । ব্রেকলি কলেজ অব মিউজিক অনলাইনের বিভিন্ন
ডিগ্রির মধ্যে একটি ডিগ্রি হচ্ছে – Electronic Music Production and sound Design
degree. এই কোর্সটি থেকে সংগীত উৎপাদন সাউন্ড ডিজাইন, প্রযুক্তির ব্যবহার, মিক্সিং,
ইডিট প্রভূতি বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা সম্ভব। কোর্সটি ১২ সপ্তাহ ব্যাপী এবং
১০ টি বিষয়ে অধ্যয়ন করতে হবে । তাদের এই কোর্সের কারিকুলামটি নিচে প্রগত্ত হলো-
·
Music production 101
·
Producing Music with logic
·
Ableton Live Fundamentals
·
Sound Design for the Electronic Musician
·
Sampling and Audio production
·
Mixing and Mastering for the Electronic Musician
·
Composing and producing Electronic Musician
·
Composing and producing Electronic Musician1
·
Composing and producing Electronic Musician2
·
Creative Digital signal processing ( DSP ) for music and
visuals ৩


No comments