ads

একটি গুজব ছড়িয়ে পড়ল যে ফেসবুকে ফটোগুলিতে

ফেসবুকে প্রায়ই দেখি “হ্যাক কিনা বুঝতে কমেন্টে "@ [4: 0]" টাইপ করুন।

এটার উৎপত্তি কখন এবং কোথায়?
২০১৫ সালের সেপ্টেম্বরে ফেসবুকের মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ল যে ফেসবুকে ফটোগুলিতে বা কোন পোষ্টে "@ [4: 0]" কমেন্ট করে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারে। কোডটি পোস্ট করার পর "মার্ক জুকারবার্গ" নাম দেখালে বুঝা যাবে আইডিটি হ্যাক হয়নি। মূঃলত ২০১২ সালে আয়ারল্যান্ড সহ আশে পাশের দেশে এটি প্রথম ছড়ায়, কোন একজন ফেসবুক ব্যবাহারকারী ট্যাগ করতে গিয়ে ভুলে @ [4: 0] টাইপ করেফেলে এবং দেখতে পায় তার কমেন্টে দেখাচ্ছে মার্ক জুকারবার্গ, তখন তিনি সামাজিক মাধ্যমে ঐটা শেয়ার করেন এবং উত্তর খোঁজার চেষ্ট করেন। তখন বিষয়টি ভাইরাল না হলেও পরবির্তিতে বিষয়টি ভাইরাল হয়।
এখন আসি মূল বিষয়টা- কেন মার্ক জুকারবার্গ এর নাম দেখায়?
এটা হলো একটা ট্রিক, ট্রিক বল্লেও ভুল হবে, আসলে এটা হলো ট্যাগ এর একটি বাগ। @ [4: 0] লিখে কমেন্ট করলে মার্ক জুকারবার্গের নামটি দেখাবে। সম্ভবত স্মার্টফোন থেকেই এই ট্রিকটি কাজ করে পিসি থেকে নয়।
আমরা যখন কোন কমেন্টে কাউকে ট্যাগ করতে চাই তখন @ চিহ্ন দিয়ে কোন একটি অক্ষর টাইপ করলে একটি লিষ্ট চলে আসে কাকে ট্যাগ কনতে চাই, বা @ চিহ্ন দিয়ে পুরো নামটি লিখে দেই। @ চিহ্ন দেয়ার পর ডাটাবেসে থাকা আপনার ফেন্ড লিষ্ট চেক করে। তেমনি ডাটাবেসে 4 নং আইডি টি হলো মার্ক জুকারবার্গ এর।
আমার কমেন্টে মার্ক জুকারবার্গ আসেনি - আমার ফেসবুক কি হ্যাক হয়েছে?
সোজা সাপ্টা উত্তর, এটা আইডি হ্যাক হওয়া না হওয়ার সাথে সর্ম্পিত নয়। আর আমরা কেমন বোকা বলুন তো আমার আইডি যদি হ্যাকই হয় তাহলে আমি কমেন্ট কার আইডি দিয়ে করবো??
ফেসবুকে @ [4: 0] টাইপ করার সময় প্রায়ই মার্ক জুকারবার্গের নাম প্রদর্শিত হবে (তবে এটা নির্ভর করে অপারেটিং সিস্টেমের উপর)।


commets..............


                                                                                                             collected: সাইবার ৭ ১

No comments

Powered by Blogger.