ads

ইন্টারনেটের আসল মালিক কে ?

ইন্টারনেটের আসল মালিক কে ?
internet
internet

আসলে ইন্টারনেটের মালিক কে, কে বা কিভাবে ইন্টারনেট ছড়ায় আছে । সব কিছু কিভাবে কাজ করতেছে । আমরা ইন্টারনেট নিচ্ছি বিভিন্ন সিম কিংবা লোকাল ব্রডব্যান্ড প্রভাইডারের থেকে । কিন্তু তারা কোথা থেকে ইন্টারনেট পাচ্ছে ? তারা আমাদের থেকে টাকা নিয়ে তারা আবার কাকে দিচ্ছে।
এই প্রশ্নের উত্তরের পূর্বে আমাদের সামান্য কিছু ধারণা দরকার ইন্টারনেট কিভাবে কাজ করে এ সম্পর্কে । আমরা হয়ত অনেকে জানি , আমরা যখন আমাদের কম্পিউটার, মোবাইল কিংবা অন্যান্য ডিভাইসে যখন ইউটিউব এ কোনো ভিডিও দেখার জন্যে প্লে করি তখন সেই ভিডিও টি ইউটিউবের ক্যালিফোর্নিয়ার সার্ভার থেকে সেই ভিডিও টি নিয়ে এসে প্লে করে আমাদের ফোনে । আমাদের চারিদিকে যেমন অক্সিজেন আছে তেমনি ইন্টারনেট ও ছড়িয়ে ছিটিয়ে আছে। একটি লাইন অন্য টির সাথে যুক্ত হয়ে বিশাল একটি নেটয়ার্ক তৈরী করেছে । যার কারণে ক্যালিফোর্নিয়ায় থাকা ভিডিও টি আমরা বাংলাদেশে বসে দেখতে পারচ্ছি । এক্ষেত্রে আমাদের ইন্টারনেট প্রভাইডার কে আমারা মাসিক একটি বিল দিচ্ছি।
যেহেতু ইন্টারনেটে কোটি কোটি ওয়েব সাইট রয়েছে সুতরাং, এগুলোর সার্ভারো বিভিন্ন জায়গায় রয়েছে । কিন্তু সব গুলো সার্ভারই একটি নেটওয়ার্কের মধ্যে যুক্ত। আর যেই কোম্পানি গুলো সব কিছু কে একটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করেছে সেই কোম্পানী গুলোই হচ্ছে ইন্টারনেটের আসল মালিক । তারা নিজেদের অর্থায়নে সমুদ্রের নিচে দিয়ে ক্যবল বসিয়ে সম্পুর্ন নেটওয়ার্কে কানেক্ট করে দিয়েছে । এধরনের কিছু কোম্পানী হল AT&T, Level 3 , Verizon Communication, Cox, IBM ইত্যাদি । এগুলো হলো টেলিকমিউনিকেশন কোম্পানি যারা বিশ্বব্যাপী ইন্টারনেট এর তার কানেক্ট করছে , এবং তারাই হচ্ছে ইন্টারনেটের আসল মালিক ।
তবে তাদের কাউকে একক ভাবে মালিক বলা যায় না সহজে বলা যায় যে এই Internet এর কোন মালিক নেই আবার বলা যায় যে সবাই এটির মালিক।
এখানে আমরা বিল দিচ্ছি আমাদের লোকাল ইন্টারনেট প্রভাইডারদের এবং এর পর বিভিন্ন মাধ্যমে ঘুরে সেই টাকা গুলো যাচ্ছে টেলিকমিউনিকেশন কোম্পানির নিকট।

                                                                    collected: সাইবার ৭ ১

No comments

Powered by Blogger.