ads

আপনার একাউন্ট থেকে মূল্যবান তথ্য হাতিয়ে নিতে এই


আপনার একাউন্ট থেকে মূল্যবান তথ্য হাতিয়ে নিতে এই মাধ্যম...
facebook protect

Facebook Security


আপনার হবু বউ / জামাই দেখতে কার মতো হবে?
ফেসবুকে এই ধরনের এপস গুলো খুবই ভাইরাল এবং জনপ্রিয়। থার্ড পার্টি হিসেবে স্ক্যামাররা আপনার একাউন্ট থেকে মূল্যবান তথ্য হাতিয়ে নিতে এই এপস গুলো ব্যাবহার করে থাকে।
মনে রাখবেন, ইন্টারনেটে ফ্রি বলতে কোন কথাই নেই। যেটা ফ্রিতে পাবেন সেটাই ব্যাবহার করার আগে একটু ভেবে নিবেন।

পুনশ্চঃ আমরা উপদেশ দিয়ে থাকি... উপদেশ দিতে পয়সা লাগে না, তাই ফ্রিতেই দিয়ে যাই। গ্রহণ করা কিংবা উড়িয়ে দেওয়া একান্তই আপনাদের বিষয়।

আপনার প্রিয়তমা কিংবা আপনার আদরের বোনের ফেসবুক আইডিটি হ্যাক করে বিভিন্ন আজে বাজে ছবি কিংবা অশ্লীল কথা বার্তা ছড়িয়ে বেড়াচ্ছে।

বিষয়টা কি ভালো লাগবে আপনার?
তাহলে এই হেনস্তা হওয়ার আগে থেকেই তাদের ফেসবুক আইডি গুলোর নিরাপত্তা নিশ্চিত করুন। পরিবার এবং প্রিয়জনের সামাজিকের পাশাপাশি অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ও আপনার ই।

No comments

Powered by Blogger.