ads

আমরা মধ্যবিত্ত পোলাইপান

আমরা মধ্যবিত্ত পোলাইপান
মধ্যবিত্ত
মধ্যবিত্ত


আমি আর পূর্ণ হাটছিলাম। খুঁজছিলাম। গতকাল পূর্ণর জন্মদিন ছিল। টিউশনির টাকা বাঁচিয়ে রেখেছিলাম ওকে সারপ্রাইজ দেব বলে। শাড়ি, ঘড়ি, ইমিটেইশনের গয়না প্রভৃতি অনেক কিছুই দেখলাম। না তেমন কিছুই পছন্দ হচ্ছেনা ওর।

ও যেন কেমন কৃপণ টাইপের। দোকানে একটা জিনিস দেখার আগেই দাম জানতে চায়। আমি ওকে বুঝাতেই পারিনা, দামের আগে পছন্দ। আগে তো পছন্দ কর! আজকেও একই অবস্থা।
হাঁটতে হাঁটতে শাহবাগ চলে এলাম। চারুকলার সামনে চুড়ি চোখে পড়তেই বলে উঠল,এইটা তার খুব পছন্দের! হুম,কিনে দিতে হবেই তো।


আচ্ছা,প্রতিবারই একটা কিছু গিফট করতে চাইলেই পূর্ণ এমন করে। তবে....ও কি ফিল করে আমার অভাব,দারিদ্রতা,মধ্যবিত্তজীবন।ভাবছিলাম। হঠাৎ বলে উঠলো-
আজ রিক্সায় না,আমরা সারাশহর হেটে জয় করব।



হুম,এই মেয়েটি দারুণ।আমাকে বোঝে।বউ হিসাবে ভালই হবে।সাংসারিক।
মধ্যবিত্ত
মধ্যবিত্ত

No comments

Powered by Blogger.