ads

অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 6) অন্তর্জাতিক প্রতিষ্ঠান


অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 6) অন্তর্জাতিক প্রতিষ্ঠান


Ø ২.২ অন্তর্জাতিক প্রতিষ্ঠান

বিশ্বখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান রয়েছে, যারা সংগীত শিক্ষার উপর অনলাইন বিভিন্ন কোর্স প্লান, বিষয় কোর্সের মেয়াদ রয়েছে । উক্ত প্রতিষ্ঠান গুলোর রয়েছে নিজস্ব শিক্ষক ক্লাসরুম, মাল্টিমিডিয়া প্রভূতি । েএরকম কিছু প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দেওয়া হলো-

v ১. জুইলিয়ার্ড স্কুল
বিশ্বের বিখ্যাত অনলাইন সংগীত শিক্ষার প্রতিষ্ঠান গুলোর মাধ্যে জুইলিয়ার্ড স্কুল অন্যতম । জুইলিয়ার্ড স্কুল শুরু সংগীতের উপর বিভিন্ন কোর্স পরিচালনা  করে না বরং নাট্যকলা, নূত্য প্রভূতি আর্টের বিভিন্ন শাখায় এদের পদচারনা রয়েছে । তারা জুনিয়র পর্যয়ের অর্থ্যাৎ স্কুল লেভেল থেকে শুরু করে উচ্চ শিক্ষার ও ‍ুবিভিন্ন কোর্স পরিচালনা করে থাকে ।

v ২. ব্রেকলি কলেজ অব মিউজিক অনলাইন
এই কলেজটি বোস্টন থেকে পরিচালনা করা হয় । যারা কার্যক্রম জুইলিয়ার্ড স্কুলে মতই । তবে ব্রেকলি মূলত উচ্চ শিক্ষার বিভিন্ন কোর্স পরিচালনা করে থাকে । ব্রেকলি তাদেরকে “বিশ্বের সমসাময়িক সংগীত শেখার উত্তম মাধ্যম হিসাবে মনে  করে । ভ্রেকলি মূলত নির্দিষ্ঠ পরিচালনা করে না । তদের ১৫০ টিরও অধিক ব্যবহারিক ক্লাস রয়েছে । যেগুলো তারা শিক্ষার্থীদের সাথে শেয়ার করে । তবে এসব ভিডিও শেষ করলে তারা সাটিফিকেট প্রদান করে থাকে । এখনও তাদের গিটারের উপর খুব সরল কোর্স রয়েছে, যা কোন রকম অর্থ পরিশোধ ছাড়াই শেখা যাবে ।


v ৩. ফুল সেইল ইউনিভারর্সিটি (  Full sail university )
বলতে গেলে, জুইলিয়ার্ড স্কুল শিল্পী তৈরী করে কিন্তু ফুল সেইল বিনোদন দেওয়ার মত বাণিজিক শিল্পী তৈরী করে থাকে । আমেরিকার যে কলেজ গুলো সংগীতের উপর বিভিন্ন ডিগ্রি দিয়ে থাকে, এটি তার মধ্যে অন্যতম । এটি ৩০ বছর আগে ওহিওতে প্রতিষ্ঠিত হয়েছিল । যারা সংগীতের বাণিজিকীকরণ করতে চায়, তারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে । বিভিন্ন এজেন্ট, প্রযোজক পরিচালক, ব্যবসায়ীম, মাল্টিমিডিয়ার উন্নয়নকারী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে থাকে ।

v ৪. কলোরাডো স্টেট ইউনিভার্সিটি ( Colorado state university )
কলোরাডো মিউজিক থেরাপির উপর অনলাইনে মাস্টার্স  ডিগ্রি পরিচালনা করে থাকে । বিভিন্ন সংগীতজ্ঞরা গলার বিভিন্ন ধরণের সমস্যায় ভুগে থাকে । যার কারণে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায় । তারা এগুলোর প্রতিকারের জন্য কাজ করে থাকে অনলাইনে । আজকের দিনে মানুষের ব্রেন, বিভিন্ন রোগ, স্ট্রোক বা ক্যান্সারের মত রোগের ক্ষেত্রে মিউজিক থেরাপি দিয়ে থাকেন মেডিকেল বিশেষজ্ঞরা । তাই কলোরাডোর এই ডিগ্রিটি বেশ গুরত্বপূর্ণ ও প্রয়োজনীয় ।

v ৫. ইন্ডিয়ানা ইউনিভার্সিটি (  Indiana university )
আমেরিকার বুলুমিংটোনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অবস্তিত । তারা মূলত সংগীত প্রযুক্তির উপর কোর্স পরিচালনা করে থাকে । সংগীত প্রযুক্তির মিক্সিং ইনজিনিয়ারিং, সাউন্ড ডিজাইনের উপর এই বিশ্ববিদ্যালয়টি কোর্স পরিচালনা করে থাকে । এখানে সংগীত প্রৃযুক্তির উপর মাস্টার্স ডিগ্রির জন্য প্রায় ৯০০০ মার্কিন ডলার পরিশোধ করতে হয় । অনলাইন সংগীত শিক্ষার উপর বিশ্বে আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি বিশ্বে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় সমূহ অনলাইনে বিভিন্ন  কোর্স  পরিচালনা ও ডিগ্রি প্রদান করে থাকে । ম্যাচাচুয়েটস ইন্সটিটিউট অব টেকনোলজি, বোস্টন ইউনিভার্সিটি  কন্ট স্টেট সহ বিখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ অনলাইন সংগীত শিক্ষা নিয়ে কাজ করে । এগুলো মূলত ওয়েব সাইট ভিত্তিক । তবে সম্প্রতি ইউটিউবের মাধ্যমে এ শিক্ষা খুব জনপ্রিয় হয়ে উঠছে ।
www.geleducated.com

No comments

Powered by Blogger.