অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 5) তথ্য অনুসন্ধান
অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 5) তথ্য অনুসন্ধান
দ্বিতীয় অধ্যায়ঃ
তথ্য অনুসন্ধান
তথ্য অনুসন্ধান হচ্ছে তথ্য সংগ্রহ এবং তথ্য
সংরক্ষণ করা, যা কোন একটি বিষয়কে নির্দিষ্ট
করে সে বিষয়ের উপর করা হয়ে থাকে । অনলাইন সংগীত শিক্ষার উপর বিভিন্ন তথ্য, তত্ত্ব-উপাত্ত
রয়েছে । যা মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে সংগ্রহ করা যায় । অনলাইন সংগৗত শিক্ষার উপর বিশ্বের
অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান কোর্স পরিচালনা করে থাকে ।
বিশ্বের বিখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে
সংগীত শিক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট পাঠ্যসূচি বা কারিকুলাম রয়েছে । এসকল পাঠ্যসূচি বা
কারিকুলাম অনুযায়ী বিশ্বের যেকোন প্রান্তের শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত শিক্ষা গ্রহন
করতে পারে । এসকল প্রতিষ্ঠানে ভর্তির ক্ষ্ত্রে নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হয়,
কারণ তারা পদ্বতিগত ডিগ্রি প্রদান করে উক্ত কোর্সের উপর এসকল বিষয়সহ অনলাইন সংগীত শিক্ষার
শিক্ষার্থীর ও সাধারন মানুষের প্রতিক্রিয়া, মন্তব্য, সাক্ষাৎকার প্রভূতি সংগ্রহ কারা
হয়েছে ।
Ø ২.১ মাঠ পর্যবেক্ষণ
মাঠ পর্যবেক্ষণ বলতে এখানে
অনলাইন সংগীত শিক্ষার উপর বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং তা পর্যবেক্ষণকে নির্দেশ
করা হয়েছে । দেখা গেছে আন্তর্জাতিক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন সংগীত শিক্ষার
ইতিহাস একদম নতুন নয় । তাদের কার্যক্রম যোগাযোগের ধরণ, পাঠ্যসূচি , এই শিক্ষামাধ্যম
নিয়ে মানুষের প্রতিক্রিয়া মন্তব্য সংগ্রহ করা হয়েছে । এছাড়াও ইউটিউব ভিত্তিক বিভিন্ন
চ্যানেলের মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে যেকোন স্থান থেকে যেকোন সময়ে শিক্ষার
সুযোগ পায়। এসব চ্যানেল ও শিক্ষার্থীর প্রতিক্রিয়া-মন্তব্যও
গুরুত্বের সাথে সংগ্রহ করা হয়েছে ।


No comments