ads

অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 3) ১.২ অনলাইন সংগীত শিক্ষা


অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 3)  ১.২ অনলাইন সংগীত শিক্ষা


 

Ø ১.২ অনলাইন সংগীত শিক্ষা

অনলাইন সংগীত শিক্ষা সম্প্রতি সম্পসারিত শিক্ষামাধ্যম, যা দূর শিক্ষনের মাধ্যমে প্রযুক্তিগত সহয়তার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীর যোগাযোগ স্থাপিত হয় । এতে কোন শিক্ষার্থী সশরীরে শেণিকক্ষে উপস্তিত তাকে না । শিক্ষক একটি স্থান থেকে ক্লাস পরিচালনা করেন, শিক্ষার্থী যেকোন স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে ক্লাসের সাথে যুক্ত থাকে । প্রথাগত শেণিকক্ষ, সহপাঠী, শিক্ষক সহ সব উপাদানই এ মাধ্যমে অনুপস্তিত থাকে । সম্পতি এই মাধ্যমে সংগীত শিক্ষা সম্পসারিত হচ্ছে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ।

 

প্রযুক্তিগত উন্নয়ন সংহগীত শিক্ষাকে এক অন্যমাত্রায় উন্নীত করছে,ইদানিং বিশ্বের প্রায় সবদেশেই এর  চর্চা ও প্রয়োগ শুরু হয়েছে । তবে আমেরিকার মত উন্নত দেশে সম্পতি অনলাইন শিক্ষা ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে । আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইন সংগীত শিক্ষা কার্যক্রম চালু করে । বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠান সংগীতের বিভিন্ন সময়োপযোগী কোর্স পরিচালনা করছে অনলাইনে । সংগীত শিক্ষা ও সংগীত সম্পর্কিত শিক্ষার উন্নয়নে অনলাইন গুরুত্বপূর্ণ ভূসিবা পালন করছে ।

 

অনলাইন সংগীত শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি যে বিপ্লব সাধন করেছে, তা অনন্য এ ধরনের শিক্ষার মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে ওযেবসাইট, ইউটিউব এমনকি ফেসবুকের মত সফটওয়ার গুলো এগুলোতে সিনক্রোনাস অর্থ্যাৎ যখন একজন শিক্ষক ক্লাস পরিচালনা করেন তার সাথে যুক্ত থেকে ক্লাস করা এবঙ আসিন ক্রোরাস অর্থ্যাৎ শিক্ষার্থী যেকোনো সময় ক্লাসটি করে নিতে পারে, এ দুই পদ্বতিতে শিক্ষা গ্রহণ কারা যায় । প্রফেশনাল প্রতিষ্ঠান গুলো নির্দিষ্ট কোর্স ফির মাধ্যমেশিক্ষার্থীদেরকে শিক্ষার সুযোগ দেন এবং ডিগ্রি প্রদান করে থাকেন । তাদের এ প্রচেষ্ঠার বাইরেও অনেকেই বিনামূল্যে ওয়েবসাইট ও ইউটিউবের মাধ্যমে সংগীত সংক্রান্ত কোর্স পরিচালনা করেন। উত্তর আমেরিকার বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে সংগীত বিষয়ক কোর্স পরিচালনা করেন । তাদের এ উদ্যোগ সংগীত শিক্ষা প্র্রসারিত করছে এবং মানুষ এ শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠছে । উত্তর আমেরিকার যেসব বিশ্ববিদ্যালয় ও প্রিতিষ্ঠান অনলাইন সংগীত শিক্ষার সাথে যুক্ত তাদের কয়েকটি নাম নিচে উল্লেখ করা হলো-

 

 

এই বিশ্ববিদ্যালয় গুলো বিভিন্ন ডিগ্রি প্রদান করে থাকে । এর মধ্যে রয়েছে  Master’s of Music, Doctor of Musical Arts প্রভূতি । বর্তমানে বোস্টন ইউনিভার্সিটিতে ৮০০ এর অধিক অনলাইনে গ্রাজুয়েট পর্যয়ের শিক্ষর্থী শিক্ষা নিচ্ছে । 

No comments

Powered by Blogger.