অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 2) ১.১ অনলাইন শিক্ষা
অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 2) ১.১ অনলাইন শিক্ষা
Ø ১.১ অনলাইন শিক্ষা
দূরশিক্ষণ হচ্ছে এমন একটি বিষয়, যেখানে শিক্ষা
অর্জনের জন্য শিক্ষার্থীরা সশরীরে স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্তিত থাকে না ।
দূরশিক্ষণে মিক্ষার্থীরা যেকোন স্থান থেকে, যেকোন সময়ে শিক্ষার সাথে যুক্ত থাকতে পারে
। স্থান কাল পাত্রের কোন বাধ্যবাধকতা নেই এখানে । তবে নির্দিষ্ট কারিকুলাম বা সিলেবাস
থাকতে পারে । সম্পতি প্রযুক্তিগত উন্নয়নের ব্যাপক জোয়ারের দরুণ দূরশিক্ষণের মাধ্যম
হিসাবে ওয়াল্ড ওয়াইড ওযেব (www) বা অন্যান্য
প্রযুক্তি ব্যবহার কারা হচ্ছে । প্রযুক্তির বিভিন্ন মাধ্যমগুলোর মধ্যে রয়েছে
(www), ইউটিউব, ফেসবুক প্রভূতি । এগুলোর মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তাই
অনলাইন শিক্ষা নামে পরিচিত ।
দূরশিক্ষণ বা সম্প্রতি বিশেষায়িত অনলাইন শিক্ষা
শুরটা বহু আগে থেকেই হয়েছে । ১৭২৮ সালে আমেরিকাতে শুরু হয় । বোস্টন গ্যাজেট পত্রিকার
উদ্যোগে। তবে প্রথম ব্যক্তি হিসেবে স্যার আইজ্যাক পিটম্যান । আধুনিক চিন্তা থেকে প্রথম
দূরশিক্ষণ কোর্স, চালু করেন ১৮৪০ সালে । তিনি সর্টহ্যান্ডের কোর্স, করাতেন । পিটম্যান
মূলত মেইলের মাধ্যমে শর্টহ্যান্ডের কোর্স-গুলো শিক্ষার্থীদের কাছে পাঠাতেন এবং শিক্ষার্থীদের
ফিরতি ফলাফল পরীক্ষা-নিরীক্ষা করতেন । এর তিন বছর পরে স্যার আইজ্যাক পিটম্যানের সাথে আরো কিছু ব্যক্তি
যুক্ত হন এবং একটি সোসাইটি গড়ে তোলেন । যার মাধ্যমে এই কোর্সটিকে আরো উন্নত করে তোলেন,
দূরশিক্ষণের প্রথম প্রতিষ্ঠান আমেরিকাতেই প্রতিষ্ঠিত হয় । লন্ডন বিশ্ববিদ্যালয় ১৮৫৮
সালে দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম ডিগ্রি অর্জনের সুযোগ প্রদান করে । অনলাইন
শিক্ষা পদ্বতির মূলত দুইটি পদ্বতি রয়েছে ।
·
১. সিনক্রোনাস লানিং ও
·
২. আসিনক্রোনাস লানিং



No comments