ads

অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 2) ১.১ অনলাইন শিক্ষা


অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 2)  ১.১ অনলাইন শিক্ষা


Ø ১.১ অনলাইন শিক্ষা

     দূরশিক্ষণ হচ্ছে এমন একটি বিষয়, যেখানে শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীরা সশরীরে স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্তিত থাকে না । দূরশিক্ষণে মিক্ষার্থীরা যেকোন স্থান থেকে, যেকোন সময়ে শিক্ষার সাথে যুক্ত থাকতে পারে । স্থান কাল পাত্রের কোন বাধ্যবাধকতা নেই এখানে । তবে নির্দিষ্ট কারিকুলাম বা সিলেবাস থাকতে পারে । সম্পতি প্রযুক্তিগত উন্নয়নের ব্যাপক জোয়ারের দরুণ দূরশিক্ষণের মাধ্যম হিসাবে ওয়াল্ড ওয়াইড ওযেব (www)  বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার কারা হচ্ছে । প্রযুক্তির বিভিন্ন মাধ্যমগুলোর মধ্যে রয়েছে (www), ইউটিউব, ফেসবুক প্রভূতি । এগুলোর মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তাই অনলাইন শিক্ষা নামে পরিচিত ।

     দূরশিক্ষণ বা সম্প্রতি বিশেষায়িত অনলাইন শিক্ষা শুরটা বহু আগে থেকেই হয়েছে । ১৭২৮ সালে আমেরিকাতে শুরু হয় । বোস্টন গ্যাজেট পত্রিকার উদ্যোগে। তবে প্রথম ব্যক্তি হিসেবে স্যার আইজ্যাক পিটম্যান । আধুনিক চিন্তা থেকে প্রথম দূরশিক্ষণ কোর্স, চালু করেন ১৮৪০ সালে । তিনি সর্টহ্যান্ডের কোর্স, করাতেন । পিটম্যান মূলত মেইলের মাধ্যমে শর্টহ্যান্ডের কোর্স-গুলো শিক্ষার্থীদের কাছে পাঠাতেন এবং শিক্ষার্থীদের ফিরতি ফলাফল পরীক্ষা-নিরীক্ষা করতেন । এর তিন বছর পরে  স্যার আইজ্যাক পিটম্যানের সাথে আরো কিছু ব্যক্তি যুক্ত হন এবং একটি সোসাইটি গড়ে তোলেন । যার মাধ্যমে এই কোর্সটিকে আরো উন্নত করে তোলেন, দূরশিক্ষণের প্রথম প্রতিষ্ঠান আমেরিকাতেই প্রতিষ্ঠিত হয় । লন্ডন বিশ্ববিদ্যালয় ১৮৫৮ সালে দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম ডিগ্রি অর্জনের সুযোগ প্রদান করে । অনলাইন শিক্ষা পদ্বতির মূলত দুইটি পদ্বতি রয়েছে ।
·        ১. সিনক্রোনাস লানিং ও
·        ২. আসিনক্রোনাস লানিং

সিনক্রোনাস লানিং পদ্বতিতে সকল শিক্ষার্থী প্রথাগত ক্লাসরুমের মত নির্দিষ্ট সময়ে উপস্তিত থাকে অথবা ক্লাসের সাথে যুক্ত থাকে । এই পদ্বতিতে একজন শিক্ষক নির্দিষ্ট একটি স্থান থেকে অনলাইনে ক্লাস পরিচালনা করে । নির্দিষ্ট সময়ে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা সেই ক্লাসের সাথে যুক্ত থাকেন এবং শিক্ষা গ্রহণ করে । অনলাইনে এ ধরণের সেবা দেওয়ার বেশ কিছু ওয়েব সাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ রয়েছে । যারা সিনক্রোনাস লানিং পদ্বতি ব্যবহার করেন । খান একাডেমী, টেন মিনিট স্কুল প্রভূতি । অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের সেবা প্রদান করে থাকে । সংগীত শিক্ষার ক্ষেত্রে বিখ্যাত সংগীত ব্যক্তিত্ব পন্ডিত অজয় চক্রবর্তীওয়েব সাইটের এ ধরণের শিক্ষা পরিচালনা করেছেন ।

 

     আসিনক্রোনাস লানিং পদ্বতিটি কোন বাঁধাধরা সময়  নির্দিষ্ট করে পরিচালিত হয় না । প্রযুক্তির বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে কোন ক্লাস শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয় । শিক্ষার্থী তার ইচ্ছামত তা সংরক্ষণ করে এবং প্রয়োজনীয় শিক্ষা লাভ করে । ইদানিং ইউটিউব ও ফেসবুকের কল্যাণে বিশ্বের বিখ্যাত বহু লেকচার ও ক্লাস খুঁজলেই একজন শিক্ষার্থী যেকোন সময় পেয়ে যেতে পারে । মূলত ইউটিউবে ভিডিও চিত্র যে কেউ সংরক্ষণ করতে পারে বলে, যেকেউ যেকোন সময় ভিডিও চিত্র দেখে শিক্ষা লাভ করতে পারে । ইউটিউবের কল্যানে অনলাইন শিক্ষা আরো সহজতর হয়ে উঠেছে ।

 

     অনলাইন শিক্ষা পদ্বতির বিভিন্ন ধরণ থাকলেও দুটি পদ্বতিই বেশ কর্যকর । সম্প্রতি ওয়েব সাইটভিত্তিক যে শিক্ষা শুরু হয়েছে তার মাধ্যমে শুধু গ্রহণই নয় বরং ডিগ্রি অর্জন করাও সম্ভব হচ্ছে । বিভিন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় কোর্স সমাপ্তির পর পরীক্ষা গ্রহণ করে থাকে । পরীক্ষা অনুযায়ী ফলাফল তৈরীপূবক ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ডিগ্রি দিয়ে থাকে । অনলাইন শিক্ষায় বিভিন্ন বিষয়ে সহজেই ঘরে বসে শিক্ষা গ্রহণ কারা যায় ।


No comments

Powered by Blogger.