ads

অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 1)


অনলাইন সংগীত শিক্ষা : বাস্তবতা ও সম্ভাবনা (Part 1)

প্রথম অধ্যায় : অনলাইন শিক্ষা ও সংগীত ।


শিক্ষা হচ্ছে শেখার একটি প্রক্রিয়া যার মাধ্যমে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, বিশ্বাস এবং অভ্যাস তৈরী হয় । শিক্ষার বিভিন্ন ধরণ রয়েছে ।  গল্পবলা, আলোচনা, প্রশিক্ষন, শিক্ষণ, গবেষণা প্রভূতির মাধ্যমে শিক্ষা অর্জিত  হয় । শিক্ষা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক উভয় ধরণের হতে পারে ।

আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে সশরীরে প্রতিষ্ঠানিক শিক্ষাকে বোঝানো হয় । এ ধরনের শিক্ষার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠান গড়ে উঠেছে কালক্রমে । তবে একটা সময় ছিল, যখন শিক্ষার প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য কোন প্রতিষ্ঠান গড়ে উঠেনি, তখন গুরুগূহ বা গুরুর সান্নিধ্যে শিক্ষালাভ করাই ছিল একমাত্র প্রাতিষ্ঠানিক উপায় । কিন্তু কালক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠায় আনুষ্ঠানিক শিক্ষা প্রাসার ও জনপ্রিয় হয়ে উঠেছে ।

     অনানুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে সুগঠিত কোন শিক্ষার নিয়ম নেই । এ ধরনের শিক্ষাপদ্বতি আনষ্ঠানিক শিক্ষার মত নির্দিষ্ট ক্লাসরুম, প্রতিষ্ঠান, পদ্বতি অনুসরণ করে হলেনা বরং যেকেউ যেকোন সময়ে যেকোন স্থানে বসে এ ধণের শিক্ষা লাভ করতে পারে । তবে প্রযুক্তির উন্নয়নের ফলে এ ধরনের শিক্ষার ক্ষেত্রেও প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কারিকুলাম তৈরী হয়েছে । নির্দিষ্ঠ শিক্ষক, পাঠ্যসূচি, মাধ্যমকে কেন্দ্র করে বর্তমান এ ধরনের শিক্ষা প্রাসার হচ্ছে । এমনকি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, এ শিক্ষাকে সমূদ্ব  ও উন্নত করার জন্য অনানুষ্ঠানিক শিক্ষাকে প্রসার করতে বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হচ্ছে । টেলিভিশন, রেড়িও এবং সম্প্রতি ইন্টারনেটকে অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে ।

প্রযুক্তিগত উন্নয়ন অনানুষ্ঠানিক শিক্ষাকে মানুষের দোড় গোঁড়ায় পৌঁছে দিচ্ছে সহজেই । একুশ শতকে এসে ইন্টারনেটের কল্যাণে বিভিন্ন ওয়েব সাইট, ইউটিউব, ফেসবুক প্রভূতি মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে । বিশ্বের বিভিন্ন দেশ এই মাধ্যম গুলো ব্যবহার করে অতি সহজে যেকোন শিক্ষাকে মানুষের জন্য সহজলভ্য করে তুলেছে । ওয়েব সাইট, ইউটিউব বা ফেসবুক প্রভূতি মাধ্যম ব্যবহার করে যে শিক্ষা চালু হয়েছে, তা অনলাই শিক্ষা নামে পরিচিত ।

     অনলাইন শিক্ষা এক ধরণের দূরশিক্ষণ । বিভিন্ন বিষয়ে অনলাইনে শিক্ষদান করা হয় । বর্তমানে এরই ধারাবাতিকতায় অনলাইনে সংগীত শিক্ষাও চালু হয়েছে । যা অনলাইন সংগীত শিক্ষা নামে পরিচিত । বিভিন্ন প্রতিষষ্ঠান ও বিশ্ববিদ্যালয় সম্প্রতি অনলাইনে সংগীত শিক্ষা চালু করেছে । যা সংগীতের প্রচার, প্রসার ও শিক্ষালাভের ক্ষেত্রকে প্রসারিত করছে । অনলাইন সংগীত শিক্ষা সংগীতের প্রতাগত শিক্ষ থেকে কিছুটা ভিন্ন হলেও সংগীতের ভিস্তারে তা ব্যাপক ভূমিকা পালন করবে ।

     অনলাইন সংগীত শিক্ষা বিশ্বের বিভিন্ন দেশে চালু হলেও বাংলাদেশে তেমনটি নেই । বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন শুধু সংগীতের প্রতি মানুষের আগ্রহ, অর্থনৈতিক উন্নতি প্রভূতি কারনে বাংলাদেশের মত দেশেও এর সুফল কামনা করি। পদ্বতিগত ভাবে উদ্যোগের মাধম্যে সংগীতের বিস্তারের জন্য অনলাইন সংগীত শিক্ষা গুরুত্বপূর্ণ ।



First Chapter: Online Education and Music Education is a learning process through which knowledge, skills, values, beliefs and habits are created. There are different types of education. Education is acquired through stories, discussion, training, teaching and research. Education can be both formal or informal forms. In the field of formal education, institutional education is meant to be physical. For such education, institutions like schools, colleges and universities have been formed in the course of time. But there was a time when there was no institutional institution for education, education was the only institutional way to learn about Guru Guru or Guru. But in the course of time the formal education became popular and popular in different establishments. There is no well-organized education system for informal education. This type of teaching teaches specific classrooms, institutes, such as formal education, but anyone can learn this money at any place at any time. But as a result of the development of technology, the institution has been established in such education, curriculum has been developed. Current teachers, curriculum and media are being present in this kind of education mansion. Even the universities have been developed, various means are being used to spread informal education to improve and improve this education. Television, Radio and Recently Internet is used as an informal learning medium. Technological development is giving informal education to people's stereotype easily. In the twenty-first century, the scope of the Internet has been created to provide educational services through various web sites, YouTube and Facebook. Using these mediums in different countries of the world, it is easy to make any education available to the people. The education that started using web site, YouTube or Facebook, is known as online education. Online education is one kind of distance education. Online education is provided on various topics. At present, online music education has also been introduced in this trend. Which is known as online music education. Various schools and universities have recently started online music education. Which is spreading the field of music, promotion and education. Although online music is somewhat different from the educational education of music, it will play a pivotal role in the spread of music. Online music education is introduced in different countries of the world but there is no such thing in Bangladesh. The technological development of Bangladesh is only because of human interest in music, and due to economic development, countries like Bangladesh want its benefits. Online music training is important for the promotion of music through arbitrary initiative.

No comments

Powered by Blogger.