একটি মানুষের জীবনকে ধ্বংস করতে ৬০০ কোটি জীবাণু দরকার হয়
একটি মানুষের জীবনকে ধ্বংস করতে ৬০০ কোটি জীবাণু দরকার হয়
খবর
একটি মানুষের জীবনকে ধ্বংস করতে ৬০০ কোটি জীবাণু দরকার হয় । আপনাকে যখন কেউ নেগেটিভ কথা বলে ,আপনি ধরে নিবেন সেই মানুষটি সেই ছোট্ট একটি জীবাণুর মতন। এই জীবাণু গুলো আসলে বেচে থাকে একটা মানুষের ভিতরের অন্যান্য ভিটামিন গুলা পেয়ে । আপনি মনে করবেন ঐ মানুষটার আসলে জীবন বলে কিছু নেই । আপনাকে যদি একটু নেগেটিভ কথা বলতে না পারে তাহলে ওর জন্য বেচে থাকাটাই আসলে কষ্টকর হয়ে যাবে ।আপনি যখন একটা জায়গায় রয়েছেন এবং অনেক গুলো মানুষ আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলছে ,আপনি ধরেনিন অনেক গুলো মানুষের যাদের বেচে থাকার কোন রিজেন নেই তাদের বেচে থাকার একমাত্র রিজেন আর এনার্জি হচ্ছেন আপনি। শুধু শুধু কেন ওদের দেখে কষ্ট পাবেন। বরঞ্চ ঐ মানুষ গুলোর আজ সামান্য একটু বেচে থাকার উপাই যে আপনি তৈরি করছেন You should Feel Satisfied । তাই আপনার জীবনে যারা জীবাণু ? জীবাণু তো থাকবেই । জীবন তো আপনার এটাই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ
coming soon COMING SOON
COMING SOON
COMING SOONCOMING SOON



No comments